সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ৪,আগস্ট :: কলকাতা লিগে মোহনবাগানকে হারানোর পর বেহালা এসএস’কে দিয়েছিল ছ’গোল দিয়েছিল ইস্টবেঙ্গল।
রবিবার আত্মবিশ্বাসে ভরপুর হয়েই বারাকপুর স্টেডিয়ামে নেমেছিলেন বিনো জর্জের ছেলেরা। কিন্তু এই ম্যাচে পুলিশ এসি’র কড়া চ্যালেঞ্জের মুখে পড়ল মশাল বাহিনী। ০-২ গোলে পরাস্ত হয়ে কলকাতা লিগে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল ইস্টবেঙ্গল।