নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: লক্ষ্মীপুজোর দিন বুধবার পর্যন্ত আপাতত দুর্যোগের আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার নাগাদ উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৯ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ অক্টোবর বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বুধবার নাগাদ বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী ২-৩ দিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।