কলকাতা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া আগামী পাঁচ দিন কেমন যাবে !

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৯,অক্টোবর :: পশ্চিমবঙ্গের জন্য এই মুহূর্তে কোন উল্লেখযোগ্য ওয়েদার আপডেট নেই । আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে সেই সাথে আংশিক মেঘলা আকাশ থাকবে । রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গের জন্য কিছুটা কমেছে আরো ১ থেকে ২ ডিগ্রি মতো কমবে আগামী দু থেকে তিন দিনে সাময়িকভাবে কমবে ।

নভেম্বরের শুরুর দিকে আবার তাপমাত্রা বেড়ে যাবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী পাঁচ দিন সেই সাথে আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির কাছাকাছি থাকা সম্ভাবনা ।

কলকাতার ক্ষেত্রেও কয়েকদিন পর নভেম্বরের শুরুর দিকে রাতে তাপমাত্রা বাড়বে কলকাতার বাইরে জেলাগুলোতে রাতের তাপমাত্রা কলকাতার থেকে দু এক ডিগ্রি কমই থাকে কোথাও কোথায়ও আবার ১৮ থেকে ১৯ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রাতে হওয়ার সম্ভাবনা    আছে ।

কলকাতার বাইরের জেলাগুলোতে উত্তরবঙ্গের জন্য তাপমাত্রার কোন রকম পরিবর্তন নেই। প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে কলকাতার তাপমাত্রা বছরে এই সময় ২২.৬ ডিগ্রি কাছাকাছি   থাকে । স্বাভাবিক থেকে য়ে ১-২ ডিগ্রি বেশি চলছে এই মুহূর্তে। এবং পশ্চিমে জেলাগুলোতে এখন স্বাভাবিকই চলছে তাপমাত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − four =