কলকাতা হাইকোর্টের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা দুই মহিলার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কলকাতা :: মঙ্গলবার ১২,আগস্ট :: আজ মঙ্গলবার সকালে (১২ আগস্ট ২০২৫), কলকাতা হাইকোর্টের “গেট নম্বর ‘ই’” এর সামনে তিন জন মহিলা হঠাৎ উপস্থিত হন। এর মধ্যে একজন নিজের গায়ে করোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন। ঘটনায় দ্রুত পুলিশি তৎপরতায় এঁদের আটক করা হয় ।

তাঁদের মধ্যে পরিচিত নামগুলি হল: পূর্ণিমা হালদার, সুতিষ্ণা সাপুই, এবং বন্দনা নস্কর; দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমগাছিয়া এলাকার বাসিন্দা ।

মূল অভিযোগ: স্থানীয় সমবায় সমিতির ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও, সমবায় কর্তৃপক্ষ তা মানেনি। পাশাপাশি, সমবায়টি দীর্ঘদিন ধরে উচ্চ সুদের আশ্বাস দিয়ে টাকা নেওয়া এবং তা ফেরত না দেওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা ।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে এএসএসকে এম (SSKM) মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয় । বর্তমানে তাঁদের স্বাস্থ্য অবস্থা স্থিতিশীল বলে জানা যায় ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—তাঁরা SIR (Special Intensive Revision) নামক ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নাম বাদ পড়ার আশঙ্কায় এই একচেটিয়া পদক্ষেপ নিয়েছেন। যদিও রাজ্যে SIR এখনও শুরু হয়নি, তবে দেশজুড়ে এই ইস্যু নিয়ে ব্যাপক উদ্বেগ ও রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে । পুলিশ ঘটনার তদন্তে রয়েছে এবং হাইকোর্ট চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 4 =