নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বুধবার ২৭,নভেম্বর :: একদিকে যখন কেন্দ্র এবং রাজ্যের পানীয় জলের প্রকল্পের ঢাক বাজছে নিত্যদিন সেই সময় পানীয় জল পরিষেবা বিহীন পুরো গ্রাম, দফতরে ধর্না তৃষ্ণার্থ এলাকাবাসী।
জেলা শহর জলপাইগুড়ি তারই সদর ব্লকের খড়িয়া অঞ্চলের একটি জনপদ সানুপাড়া স্থানীয়দের অভিযোগ সেই ২০১৬ সাল থেকেই পরিস্রুত পানীয় জলের ব্যাবস্থা নেই এলাকায়, বাধ্য হয়ে পাশে থাকা পৌরসভার অন্তর্গত আদরপাড়া, এবং রেল লাইনের ওপরের ভানু নগরে গিয়ে সংগ্রহ করতে হয় জল।
এবার সেই পানীয় জলের পাকাপাকি সমাধানের দাবী নিয়ে জলপাইগুড়ি স্থিত পি এইচ ই দফতরে ধর্নায় বসেছেন সানু পাড়ার তৃষ্ণার্থ জনগণ।