নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: রবিবার ১০,আগস্ট :: দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাত কলেজ যাওয়ার রাস্তা বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে কলেজ ছাত্র ছাত্রী থেকে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই রাস্তা দিয়ে প্রতিদিন কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। পাশাপাশি হরিনারায়নপুর , রয়নগর , বিবেকানন্দ পল্লী এই সমস্ত এলাকার বাসিন্দাদের প্রতিদিন কলকাতা যাওয়ার জন্য দক্ষিণ বারাসাত স্টেশনে আসার একমাত্র পথ এটিই ।
কলেজ যাওয়ার ও স্টেশন রোডের এই কয়েক কিলোমিটার রাস্তাটি পিচের রাস্তা তৈরি করা হয় কয়েক বছর আগে । এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য ভারী যানবাহন চলাচল করে। রাস্তাটি দীর্ঘদিন মেরামত না করায় রাস্তা থেকে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখন রাস্তায় পিচের আর কোনো চিহ্ন নেই বললেই চলে । ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী থেকে কলেজ পড়ুয়ারা ।
তার ওপরে এই বর্ষা শুরু হচ্ছে। আর অল্প বৃষ্টির হলে রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে ওঠে। একটু বৃষ্টিতে রাস্তায় বড় বড় গর্তে জলে ভরে যায়।