সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: বৃহস্পতিবার ১০,জুলাই :: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয় একটি উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। অথচ ওই কলেজ ক্যাম্পাসের মধ্যেই নাকি মাঝে মধ্যে বসে বিয়ের আসর। অভিযোগ, কিছুদিন আগেই কলেজ চত্বরে এক বহিরাগতর বিয়ে হয়েছে।
সে কলেজের প্রাক্তন ছাত্র নেতা বর্তমানে বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে পরিচিত। শুধু তাই নয় মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন। অভিযোগ উঠছে তার মদতেই কলেজ চত্বরে বসানো হয়েছিল বিয়ের আসর।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। যা কাকদ্বীপের বর্তমান জিএস এর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে।।
কিভাবে সামনে এলো ঘটনা? এই বিয়ের ঘটনার অভিযোগের স্বরূপ কলেজেরই এবিডিপি ছাত্রনেতা। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ সুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন দক্ষিণ দিকের পাঁচিল নিচু সেই পাঁচিল থেকে ঢুকে আসে বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন সময়।
এরকম ঘটনা ঘটেছে কিনা দেখতে হবে। প্রিন্সিপাল আরো বলেন, তিনি শুনেছিলেন বিয়ে বাইরে হয়েছে। বর বউ কলেজে এসেছিলেন দেখা করতে। শোনার পর স্থানীয় প্রশাসনকে তিনি জানিয়েও ছিলেন। কিন্তু তারপর?
এ প্রসঙ্গে কাকদ্বীপের বিধায়ক তিনি কি বলছেন? তিনি জানেন না তার অবগত নেই।এবিভিপি নেতা নিপুন দাস বলেন, ইউনিয়ন রুমে গিয়ে বিয়ে এটা কি মানা যায়? ওটা তো শিক্ষা প্রতিষ্ঠান। বাইরে বিয়ে হয়েছে কিনা, সেটা বলা যাবে না।
তবে দেখা যাচ্ছে, ইউনিয়ন রুমের সামনে মালাবদল হয়েছে।কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী এই ঘটনার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, যেদিন ঘটনাটা ঘটেছে, আমি তখন কলেজে ছিলাম না। বিকাল পাঁচটার পর জানতে পারি। নিরাপত্তারক্ষীকে সঙ্গে সঙ্গে বলি গিয়ে দেখতে। নিরাপত্তারক্ষী বলেছিলেন, কেউ রয়েছে, বিয়ে করে ঢুকেছে, হুল্লোড় করেছে। ওদের বেরিয়ে যেতে বলেছিলাম। সামনের গেট খুলতে বারণ করেছিলাম।