কল্যাণীতে বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসের বাড়ির ছাদ থেকে বাজি উদ্ধার করল বোম্ব স্কোয়ার্ড।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: সোমবার ১০,ফেব্রুয়ারি :: কল্যাণীতে ধৃত বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসের বাড়ির ছাদ থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ বাজি। সিআইডির বম্ব স্কোয়াড এদিন ঘটনাস্থলে আসে। বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করে। একই সাথে বাড়িতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়।

তল্লাশিতে প্রচুর বাজি উদ্ধার হয় বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসের ছাদ থেকে। উদ্ধার করে দমকল বিভাগ সেগুলোকে জল দিয়ে নিষ্ক্রিয় করে। ঘটনার পর গোটা এলাকায় একেবারে থমথমে।

বাজি কারখানায় বিস্ফোরণের ফলে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে চারজনের ঘটনার আহত আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের ওপর একরাশ ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

জনবহুল এলাকায় কিভাবে এই বাজি কারখানা করতে পারে তা নিয়ে তুলেছে প্রশ্ন। কল্যাণী রথতলা এলাকায় আরো এইরকম অবৈধ বাজি কারখানা রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এরই মধ্যে কল্যাণী থানার পুলিশ বিভিন্ন জায়গায় হানা দিয়ে বেশ কিছু বাজি উদ্ধার করেছে।

তারই মধ্যে প্রতিনিয়ত তদন্তকারী প্রতিনিধি দল খোকন বিশ্বাসের ভস্মীভূত কারখানায় আসছে তদন্তের স্বার্থে সেই মতো সিআইডির বম্ব স্কোয়াড ঘটনাস্থলে এলে খোকন বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাতে যায় তখনই তার বাড়ির ছাদ থেকে মেলে বিপুল পরিমাণ বাজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − ten =