নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: সোমবার ২৭,জানুয়ারি :: এবার নদীয়ার কল্যাণী বিধানসভার এক নম্বর আনন্দনগরে স্ত্রীকে খুন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতা স্ত্রীর নাম রিমা মজুমদার বয়স আনুমানিক ২২ বছর | এলাকাবাসীর অভিযোগ মৃতার স্বামী রাজু মজুমদার গত শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় বচসার জেরে ওই গৃহবধূর শ্বাস রোধ করে হত্যা করে।
ঘটনাটি ঘটেছে আনুমানিক রাত ১২:০০ টার সময়, এরপর তড়িঘড়ি সেখানে কল্যাণী থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । অপরদিকে ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে জন্য পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়।
মৃতার আত্মীয় স্বজনের তরফে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে মেয়েটির উপর শারীরিক নির্যাতন করত স্বামী এবং এই হত্যার নেপথ্যে স্বামী রাজু মজুমদারই রয়েছে। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।