নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: সোমবার ১২,জানুয়ারি :: নদিয়ার কল্যাণী ঈশ্বর গুপ্ত সেতুতে ম্যাজিক গাড়িতে আগুন। আগুন লাগার ফলে যান চলাচল বিপর্যস্ত প্রায় ঘন্টা খানেক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে।
দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঈশ্বর গুপ্ত সেতুর ওপর গাড়িতে আগুন লাগার ফলে, হুগলি এবং নদিয়া উভয় দিক থেকে আসা সমস্ত গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে যায়। শুরু হয় দীর্ঘ যানজট।
আগুন নিয়ন্ত্রণে আসার পর পুলিশ এবং দমকলের প্রচেষ্টায় ঈশ্বর গুপ্ত সেতু থেকে সরানো হয় ভস্মীভূত গাড়িটি। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
দমকলের প্রাথমিক অনুমান, চার চাকা ম্যাজিক গাড়িটির ইঞ্জিন বিভ্রাট হয়েই এই অগ্নিকাণ্ড। যদিও গাড়িতে আগুন লাগার ঘটনা তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ম্যাজিক গাড়িটি হুগলির দিক থেকে নদিয়ায় আসছিল যাত্রী নিয়ে।
আগুন লাগার সাথে সাথে গাড়ি চালক ও যাত্রীরা সকলে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে আসে। আর সেই কারণেই কোন প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটে নি।

