নিজস্ব সংবাদদাতা :: বাঁকুড়া :: সংবাদ প্রবাহ :: কল্যাণী এইমসে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে ফের বাঁকুড়ায় এলেন সি.আই.ডি আধিকারিকরা। সোমবার ১ টা ০৫ নাগাদ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার শহরের কানকাটার বাড়িতে পৌঁছান চার সদস্যের সি.আই.ডি তদন্তকারীদল। প্রসঙ্গত, কল্যাণীর এইমসে বেআইনীভাবে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানাকে বেআইনীভাবে নিয়োগ হয়েছিল এই অভিযোগে মামলার তদন্তে নেমেছে সি.আই.ডি। গত ১৫ জুলাই এই অভিযোগের তদন্তে সিআইডি-র সাত সদস্যের প্রতিনিধি দল প্রথমবার বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে এসেছিলেন। সেদিন দীর্ঘ আড়াই ঘন্টা ঐ বাড়িতে কাটিয়ে তাঁরা ফিরে যান। এদিন ফের এক মহিলা আধিকারিক সহ চারছন সিআইডি আধিকারিক ঐ বাড়িতে ঢুকেছেন। সঙ্গে নীলাদ্রি শাখার দানার আইনজীবি রয়েছেন। একই সঙ্গে পূরো জিজ্ঞাসাবাদ পর্বটি ভিডিওগ্রাফি করা হবে বলে জানা গেছে।