নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: শুক্রবার ২৭,সেপ্টেম্বর :: আর জি কর কাণ্ডের প্রতিবাদ, ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের অত্যাচার এবং হত্যার প্রতিবাদ সহ কল্যাণী এইমস হাসপাতালে কর্মী নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে কল্যাণী সগুনা বসন্তপুরে বিক্ষোভ মিছিল এবং সভার আয়োজন করে আই এস এফ।
এদিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আই এস এফ চেয়ারম্যান তথা ভাঙ্গরের বিধায়ক নৌসাদ সিদ্দীকী । এদিন আই এস এফের পক্ষ থেকে কল্যাণী এইমস হাসপাতালে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকারের দাবিতে একটি ডেপুটেশন জমা দেন নৌসাদ সিদ্দিকী। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে আই এস এফের বিক্ষোভ মিছিল সংগঠিত হয় না। শুধু বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
এদিন নৌসাদ সিদ্দিকী জানান, তাদের দাবির কথা ইতিমধ্যে এমস হাসপাতালে জানানো হয়েছে এবং স্থানীয়দের আগে অগ্রাধিকার দিতে হবে কর্মসংস্থানে এই কথা তারা বারবার জানিয়েছেন। তথ্য সহ এই হাসপাতালে যেন কোনরকম সিন্ডিকেট কিংবা দালাল রাজ না চলে সেদিকেও ব্যবস্থা রাখার জন্য এইমস কর্তৃপক্ষকে মিনতি করেছেন তিনি।