নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: বৃহস্পতিবার ১৩,মার্চ :: কল্যাণী এক্সপ্রেস এর ধারে উদ্ধার হওয়া ট্রলিবন্ধি দেহটি রাজস্থানের পালির বাসিন্দা ৩০ বছরের ভাগারাম সিং এর। ট্রলি উদ্ধার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কলকাতার গিরিশ পার্ক থানার মুক্তারামবাবু স্ট্রিটে গিয়ে মৃতের পরিচয় জানতে পারে ঘোলা থানার পুলিশ।
গিরিশ পার্ক থানার মুক্তারামবাবু স্ট্রিটের একটি কাপড়ের গোডাউনের মধ্যে গলা কেটে শ্বাস রোধ করে কৃষ্ণা রাম সিং খুন করে। তারপর তার রক্ত মাখা কাপড় ডাস্টবিনে ফেলে দিয়ে পোশাক বদলায়। এরপর দেহ ট্রলিবন্দী করে বড়বাজারে কাপড়ের ব্যবসাও করেন।
সন্ধ্যে নাগাদ গোডাউন থেকে ট্রলি বন্দি দেহ নিয়ে ট্যাক্সি করে নাগেরবাজারে পৌঁছায় কৃষ্ণা রাম। সেখান থেকে ট্যাক্সি ছেড়ে দিয়ে ট্রলি ব্যাগ নামিয়ে করণ সিংকে সঙ্গে নিয়ে অনেক রাতে অ্যাপ ক্যাবে ওঠে তারা।
তারপর সোজা চলে আসে কল্যাণী এক্সপ্রেস এর ধারে ঘোলা থানার অন্তর্গত খেপলির বিলে।চালক প্রশ্ন করতে পালিয়ে যায় কৃষ্ণা রাম সিং। এরপর মোবাইল ফোনের সূত্র ধরে ঘোলা থানার পুলিশ এসিপির নেতৃত্বে পৌঁছোয় ১৬৫ মুক্তারামবাবু স্ট্রিটে। সেখানে গিয়ে গোটা খুনের কিনারা করল পুলিশ।
কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ট্রেন বাস ধরে গিরিশ পার্ক পৌঁছে যায় কৃষ্ণা রাম। সেখান থেকে তাকেও গ্রেফতার করা হয়। হঠাৎ ঘটনায় অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে দিওয়ালির পর থেকে কাপড়ের ব্যবসার জন্য ভাগারাম এর কাছ থেকে তারা ৮ লক্ষ টাকা পেতো। দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত দিচ্ছিলনা ভাগা রাম। সেই আক্রোশই তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।