নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: রবিবার ৮,জুন :: কল্যাণী জোনাল স্পোর্টস আ্যসোসিয়েশনের প্রথম টি টুয়েন্টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো নদীয়া জেলার গয়েশপুর স্টেডিয়ামে,,গয়েশপুর ক্রিকেট ক্লাব ও গয়েশপুর নবীন সংঘ দুটি টিম মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে।এই ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়েশপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান মরন কুমার দে, নেতাজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর ভাওয়াল, গয়েশপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় দাস,পৌর জনপ্রতিনিধি মানিক পাল, নন্দ ঘোষ বিশিষ্ট সমাজসেবক চন্দন বোস। তীব্র গরম উপেক্ষা করে খেলয়াড় সহ দর্শকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো