কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ করে বৈদ্যবাটিতে সুকান্ত, হুঁশিয়ারি “ধমকিতে ভয় পায় না বিজেপি”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বৈদ্যবাটি :: শনিবার ১৮,অক্টোবর :: শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করেই শনিবার বৈদ্যবাটির পঞ্চজন্য ভবনে বিজয়া সম্মেলনে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, কল্যাণের চ্যালেঞ্জ মেনেই শ্রীরামপুরে এসেছেন এবং সম্পূর্ণ সুরক্ষিত আছেন। সুকান্ত বলেন, “আমি কর্মীদের জন্যই বেশি চিন্তিত। তাদের সুরক্ষার জন্য প্রয়োজনে শ্রীরামপুরেই থাকব। লাঠি বা গুলিতেও পিছপা হব না।”

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের “এসআইআর হলে রক্ত গঙ্গা বইবে” মন্তব্যের জবাবে সুকান্তের হুঁশিয়ারি— “বিজেপি কারও ধমকিতে ভয় পায় না, এমনকি ইলেকশন কমিশনও নয়। এসআইআর হবেই, কমিশন যা সঠিক মনে করবে তাই করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 9 =