নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ১৮,মে :: শুক্রবার সকালে হাওড়ার বাঁকড়া এলাকাতে নির্বাচনী প্রচারে আসেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। নির্বাচনী প্রচার থেকেই
বিজেপি তৃণমূলকে আক্রমণ করে শ্রীরামপুরের বিদায়ী সাংসদকে খোঁচা দিয়ে সেলিম দাবি করেন,’ কল্যাণ নাম হলেও শুধু অকল্যাণকর কাজই করেছেন। তাই অকল্যানকে দূর করার জন্য শুধু বাম-কংগ্রেস বা সাধারণ মানুষ নয়, এখানে তৃণমূলের লোকজন আছে যারা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়েছেন।’
পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ হিসাবে ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সেলিম বলেন, ‘ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়ে কি করেছেন? তিনি শুধুমাত্র চোরজোচ্চোরদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় সুপ্রিম কোর্টে যত মামলা লড়ছে, তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া আর কোনো কাজ করেন নি।’
এছাড়াও ইন্ডি জোট নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদ করে সেলিম বলেন, ‘ ইন্ডি জোট গোটা দেশে বিজেপিকে হারাচ্ছে, তখন তৃণমূলের ভূমিকা কি শুধুই রাজ্যে মস্তানী করা। গোটা দেশে বিজেপির হওয়া পাতলা হতে দেখে দিদিও বোখলা গেয়া। যে সিএএ সহ একাধিক ইস্যুকে বিরোধিতা করেছিল। এখন সেগুলো সমর্থন করছেন। ইন্ডি জোট হবে না বলা দিদি এখন বলছেন এই জোটকে বাইরে থেকে সমর্থন দেবো।’