নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কল্যানী :: গতকাল নদীয়ার কল্যানী আলো কাস্টিং কারখানায় মান্তা মন্ডল নাম এক শ্রমিক বিকালে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর ভাবে আহত হয় । তাকে কল্যানী জে এন এম হসপিটালে আশংকাজনক অবস্থায় নিয়ে য়ায় চিকিৎসার জন্য ।
এর পরেই শ্রমিকরা কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন ।সমস্ত শ্রমিক এক হয়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ আজ ও চলছে। উত্তেজনা চরমে ।
