কল্যানীর স্কুলে করোনার হানা আক্রান্ত ২৯ ছাত্র-ছাত্রী – আতঙ্কে স্কুল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যানী :: নদীয়ার কল্যাণী জহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে ২৯ জন ছাত্র-ছাত্রী করোনা আক্রান্ত।দুদিন আগে বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে জ্বর সর্দি কাশির লক্ষণ দেখা যায়।

স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে তাদেরকে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে করোনা টেস্ট করার জন্য পাঠানো হয়। নমুনা সংগ্রহ করার পর ওই দুই জনের মধ্যে করোনা পজিটিভ ধরা পড়ে।

স্কুল কর্তৃপক্ষর তরফ থেকে জেলা স্বাস্থ্য দপ্তরের সাহায্যে স্কুলের মধ্যে আরটি পিসি ক্যাম্প বসানো হয়। মোট ৩২৪ জনকে করোনা পরীক্ষা করার পর ২৯জন ছাত্রছাত্রীর মধ্যে করোনা পজিটিভ ধরা পড়ে।আগামী দিনে সব রিপোর্ট এলে বোঝা যাবে আরো করোনা সংক্রমণ রয়েছে কিনা।

তিনি বলেন এখনো পর্যন্ত স্কুল খোলা থাকবে ভবিষ্যতে আমরা রিপোর্ট আমাদের দপ্তরে পাঠাবো এবং তারা যা নির্দেশ দেয় সেই ভাবে আমরা পালন করব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + twenty =