নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যানী :: ১৫,মে :: কারখানার শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ সিপিএমের। বিগত করোণা পরিস্থিতি থেকে আর্থিক সমস্যায় পড়েছেন রাজ্যের শ্রমজীবি পরিবারগুলো। দীর্ঘদিন ধরে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়ালেন সিপিএম নেতৃত্ব।
এদিন গয়েশপুর ফিলামেন্ট কারখানার গেটের সামনে দীর্ঘক্ষন ধরেই শ্রমিকদের দাবি দাবা নিয়ে প্রতিবাদ সভা করলেন সিপিএম। এই দিন শ্রমিকদের ন্যায্য পাওনা না দিলে শ্রমিকদের পরিবার পরিজনদের নিয়ে অবস্থান বিক্ষোভ করার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় নেতা নদিয়া জেলা সিপিএমের সম্পাদক সুমিত দে। শ্রমিকদের দাবি দাবা নিয়ে সরব হতে দেখা গেল বাম নেতাদের।
এদিন তিনি শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিকদের দাবি দাবা না মেটানো হলে ভবিষ্যতে বড়সড় ধর্মঘটের পথে হাঁটবেন বলেও স্পষ্টত হুঁশিয়ারি দিলেন।এই দিন এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সুমিত দে ছাড়াও গোপাল চক্রবর্তী দীপক শিকদার সহ একাধিক বাম নেতৃত্ব।।