কল্যানী জেএনএম হাসপাতালে প্রসূতি বিভাগে বিস্ময়কর অস্ত্রপচার !!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: বুধবার ২৩,অক্টোবর :: পূর্ব বর্ধমানের ধাত্রিগ্রামের বছর ২১ এর বিবাহিতা তরুণী জটিল সমস্যা নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন কল্যানী জেএনএম হাসপাতালে প্রসূতি বিভাগে। ছোট থেকেই তরুণীর মলদ্বার ও যোনিদ্বার ছিলনা। পিজি হাসপাতালে মলদ্বারের চিকিৎসা হয়। কিন্তূ যোনিদ্বার এর  সমস্যা ছিল।

২০২৩ সালে পিজি হাসপাতালের চিকিৎসক কল্যানী জেএনএম হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক মৃগাঙ্ক মৌলি সাহার কাছে চিকিৎসার জন্য পাঠায়। ২০২৩ সালে একটি অস্ত্রপচার করে কৃত্রিম যোনিদ্বার তৈরি করেন চিকিৎসকরা। যোনিদ্বার এর সাথে জরায়ুর সংযোগ করেন। যেটা মা হতে গেলে অত্যন্ত গুরুত্ব। সেই অস্ত্রপচারের পর বিবাহিত তরুণী গর্ভবতী হন।

সোমবার রাতে একটি পুত্র সন্তানের জন্ম দেন। এই ধরনের সমস্যা ১ লাখ মানুষের মধ্যে ১ জনের হয়। এবং বেসরকারি ভাবে করতে গেলে ব্যয়বহুল। সরকারি হাসপাতালে বিনা ব্যয়ে চিকিৎসা পেয়ে খুশি পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =