নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ১৬,ডিসেম্বর :: সাত দিন ধরে কল্যানেশ্বরী মন্দিরে নেই পানীয় জল,অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল স্থানীয় মানুষজন থেকে শুরু করে মন্দিরের পুরোহিতরা।সোমবার দিন সকালে দেন্দুয়া বরাকর রাস্তার উপর কল্যানেশ্বরী সামনে পথ অবরোধ করেন মন্দিরের পুরোহিত সহ ব্যাবসায়ী ও স্থানীয় মানুষজন।
ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ।তাদের অভিযোগ সাত দিন ধরে নিয়মিত পানীয় জল মন্দিরে দেওয়া হচ্ছে না,ফলে মন্দিরের ভোগ রান্না, বাসন পত্র ধোয়া সহ ভক্তদের পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে।তারা আরো বলেন পিএইচই দপ্তরের অধিকারীদের অনেকবার বলার পরেও সুরাহ না মেলায় তারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন।
প্রায় আধ ঘণ্টা পথ অবরোধ চলার পর পিএইচই দপ্তরের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।তারপর পথ অবরোধ তুলে নেওয়া হয়।