নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: সোমবার ২৯,এপ্রিল :: চলছে তীব্র তাপ প্রবাহ। রেকর্ড তাপমাত্রা সারা রাজ্য জুড়ে। সাধারণ মানুষ ওষ্ঠাগত গরমের তীব্রতায়। তবে নদীয়ার কৃষ্ণনগর দোগাছি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় জল না থাকার কারণে সমস্যায় পড়েছে এলাকার সাধারণ মানুষ। তাই এবার হাতে বালতি এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্থানীয় বাসিন্দারা।
জলের দাবিতে দীর্ঘ দুই ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি দীর্ঘ তিন বছর ধরে এলাকায় পাইপলাইন বসলেও জল এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এই গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ। কিন্তু পঞ্চায়েত এখনো পর্যন্ত কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি বাড়ি বাড়ি জল পৌঁছানোর।
তাই বাড়ি বাড়ি জল পৌঁছানোর দাবিতে তাদের এই পথ অবরোধ এবং বিক্ষোভ। যদিও পরবর্তীতে পঞ্চায়েতের আশ্বস্ততায় বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসিরা। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তায় দু’পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়ি।