সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৩০,জুন :: সদ্য ঘটে যাওয়া কসবা ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলল ভারতীয় জনতা পার্টি। সোমবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে বাঘাযতীন পার্ক থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শিলিগুড়ির গুরুত্বপূর্ণ সফদর হাশমি চকে এসে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কসবার ঘটনার ন্যায়বিচার এবং নারীদের নিরাপত্তার দাবিতে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রয়োজন। বিক্ষোভ মিছিলে বিজেপির জেলা নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।