নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৪,জুলাই :: আর জি কর কর-কসবা কাণ্ডের আতঙ্কে ক্ষোভ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতায় ছাত্রীরা, ঝা চকচকে হোস্টেলে ভবন নির্মাণ অনেকদিন আগেই হয়েছে কিন্তু এখনো পরিষেবা চালু হয়নি। নিরাপত্তার অভাব ও পানীয় জলের সমস্যা থাকার জন্য হোস্টেল চালু এখনো হলো না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ উঠেছে। বহু প্রতীক্ষিত মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল।ভবন তৈরি হয়েছে অনেকদিন আগেই কিন্তু চালু হয়নি হোস্টেল পরিষেবা।বিশ্ববিদ্যালয় ছাত্র, ছাত্রীরা অভিযোগ করছেন হোস্টেল এ পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী অভাব রয়েছে, পানীয় জলের কোন ব্যবস্থা নেই, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক বহিরাগতরা হামেশাই ঢুকে পড়েছে। নিরাপত্তার অভাব বোধ করছেন ছাত্রছাত্রীরা।
কসবা কান্ডের পর তাদের কাছে নিরাপত্তার বিষয়টি যেন আরো বড় করে দেখা দিয়েছে। হোস্টেল পরিষেবা চালু না হওয়ার জন্য আজকে ছাত্রছাত্রীদের বাইরে ঘর ভাড়া করে থাকতে হয় সমস্যায় পড়েছে। ছাত্রছাত্রীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাদের দাবি নিরাপত্তা রক্ষী আরো বাড়ানো হোক পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা করা হোক। ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা কার্যত স্বীকার করেছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিশ্বজিৎ দাস। আর এই নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।