নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৯,জুন :: কসবা কান্ডের ঘটনার প্রতিবাদে ধুন্ধুমার মালদা। পুলিশের সাথে বিজেপি কর্মীদের চরম ধস্তাধস্তি। আজ বিকেলে কসবা কান্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদা শহরের রথবাড়ি এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন জেলা বিজেপি নেতৃত্ব।
শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ রথবাড়ি মোড় ৫১২ নম্বর রাজ্য সড়ক মিছিল করে অবরোধ করতে গেলে বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সাথে চরম ধস্তাধস্তি। এরপর রাস্তায় বসে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিজেপি কর্মীরা।