নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সোমবার ৩০,জুন :: সাউথ ক্যালকাটা ‘ল’ কলেজে তৃণমূল ছাত্রনেতাদের দ্বারা সংঘটিত ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদে আজ সারা হুগলি জেলা জুড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচি পালিত হল।
সকাল বারোটা নাগাদ চুঁচুড়ার তোলা ফটক মোড়, কারবালা মোড়, ত্রিবেণী, হারিটমোড়, বাঁশবেড়িয়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি কর্মী-সমর্থকেরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবস্থান-বিক্ষোভে বসেন।
বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে তীব্র প্রতিবাদ জানান এবং দাবি তোলেন অবিলম্বে অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে হবে।
বিজেপির দাবি, প্রশাসন ও শাসক দল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভ ছড়িয়েছে, আর তারই অংশ হিসেবে আজ হুগলি জেলায় বিজেপির নেতৃত্বে এই জোরদার বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।