সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৯,সেপ্টেম্বর :: কসবা ল কলেজে নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কলেজের নির্যাতিতা ছাত্রী অভিযোগ করেছেন, লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ায় তিনি আর এই কলেজে পড়াশোনা চালিয়ে যেতে চান না। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
অভিযোগকারিণী জানিয়েছেন, কলেজের ভেতরে একাধিকবার হয়রানির শিকার হয়েও তিনি প্রথমে নীরব ছিলেন। কিন্তু নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় শেষমেশ তিনি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে বাধ্য হন।
তবে তাঁর অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়ার বদলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। এতে তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন এবং আর কলেজে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে ইতিমধ্যেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কলেজ কর্তৃপক্ষ যদিও জানিয়েছে, তারা অভিযোগের সত্যতা যাচাই করে কড়া ব্যবস্থা নেবে।
এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে অন্যান্য ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তাঁদের বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানে যদি নিরাপত্তার নিশ্চয়তা না থাকে, তাহলে ছাত্রছাত্রীরা কীভাবে পড়াশোনা করবে?
প্রসঙ্গত, কসবা ল কলেজ দীর্ঘদিন ধরে এলাকার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক এই অভিযোগ প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। স্থানীয় শিক্ষামহলও ঘটনাটির দ্রুত ও ন্যায়সংগত সমাধান দাবি করেছে।