সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: আবারও সুন্দরবনের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে দক্ষিণ রায়ের হানায় আক্রান্ত হল এক কাঁকড়া শিকারি । সঙ্গীরাই তাকে বাঘের মুখ থেকে উদ্ধার করে নিয়ে ফিরলেন গ্রামে। চাঞল্যকর ঘটনাটি ঘটেছে কুলতলির বেনিফেলি জঙ্গলে ।
কুলতলির দেউলবাড়ির বাসিন্দা শঙ্কর সর্দার তার তিন সঙ্গীকে নিয়ে কাঁকড়া ধরতে যান বেনিফলির জঙ্গলে । সেখানে গিয়েই সোমবার সন্ধ্যায় আচমকা বাঘের হানায় জখম হন তিনি ।
শঙ্করের সঙ্গীরা জানিয়েছেন, অন্যান্য সময়ের মতোই কাঁকড়া ধরতে জঙ্গলে গিয়েছিলেন তারা। দলবেঁধে চলছিল কাঁকড়া ধরার কাজ। সোমবার নৌকায় শঙ্কর ও বাকিরা ছিলেন। আচমকাই চোখের পলকে একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে নৌকাতে।
হাতের কাছে শিকার পেয়েই শঙ্করের মাথার পিছনে ও পিঠে থাবা বসায় বাঘটি। সেখানেই শেষ নয়, কার্যত, শঙ্করকে জঙ্গলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ।
এদিকে আচমকা বাঘের আক্রমণে হতভম্ব বাকি সঙ্গীরা চিৎকার করতে শুরু করেন । এমনকী লাঠি ও বৈঠা নিয়ে বাঘটিকে আঘাত করার চেষ্টাও করেন। অত মানুষের চিৎকারে ডোরাকাটা তার শিকার ফেলে রেখে শেষমেশ গাঢাকা দেয় গভীর জঙ্গলে । এরপর গুরুতর জখম অবস্থায় শঙ্কারকে দ্রুত গ্রামে ফিরিয়ে আনা হয়। রাতেই চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জয়নগর গ্রামীণ হাসপাতালে ।
সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতের তাকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।