কাঁকসায় গরু মৃত্যুর ঘটনায় কলকাতা থেকে এলো বিশেষজ্ঞ দল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শুক্রবার ১৯,সেপ্টেম্বর :: কাঁকসায় গত কয়েকদিন ধরে একের পর এক গরুর মৃত্যু হয়।খবর পেয়ে ওই গ্রামে কাঁকসা ব্লকের প্রাণী সম্পদ বিভাগের দল গিয়ে বিষয়টি খতিয়ে দেখে ।

এবার গরু মৃত্যুর কারণ খুঁজতে কলকাতা থেকে একটি বিশেষজ্ঞ দল পৌঁছায় কাঁকসা মলানদীঘি পঞ্চায়েতের সরস্বতী গঞ্জ গ্রামে।

মৃত এবং অসুস্থ গরুর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে তারা। গত কয়েক দিন ধরে কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জে অজানা কারণে একের পর এক গরুর মৃত্যু হতে থাকে।তার কারণেই এই বিশেষজ্ঞ দল আসে বলে জানা গেছে।গ্রামবাসীদের দাবি, এলাকায় প্রায় ১৫টি গরুর মৃত্যু হয়েছে। প্রাণিসম্পদ দপ্তর সূত্রের খবর, ব্ল্যাক কোয়ার্টার নামক ব্যাকটেরিয়া জনিত কারণে মৃত্যু হচ্ছে গরুগুলির। হঠাৎ জ্বর, পেশী ফুলে যায় বিশেষ করে বাছুর দের ক্ষেত্রে এমন দেখা গেছে। তারপরেই দ্রুত মৃত্যু ঘটছে।

প্রাণিসম্পদ দপ্তরের পশ্চিম বর্ধমান জেলার ডেপুটি ডিরেক্টর অনির্বাণ ঘোষ জানিয়েছেন,”তারা খবর পাওয়া মাত্রই একটি দল পাঠান। বৃহস্পতিবার থেকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলছিল।এখনো পর্যন্ত ২০০ গরুর শরীরে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবার কলকাতা থেকেও প্রাণিসম্পদ দপ্তরের বিশেষজ্ঞ দল আসে।

তারা রক্তের নমুনা সংগ্রহ করেন। পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামী কয়েক দিন ভ্যাকসিনের প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন তিনি। নতুন করে আর যাতে মৃত্যুর ঘটনা না ঘটে সেইজন্য তাদের বিশেষ নজরদারি এবং ক্যাম্প চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =