নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: মঙ্গলবার ৫,ডিসেম্বর :: ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কাঁকসার খাট পুকুর এলাকায় জাতীয় সড়কের উপর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

আহত দুই বাইক আরোহী অজয় বাউড়ি ও চিন্ময় নন্দীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকে দুর্গাপুরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের কোলকাতাগামী গামী রাস্তায় ব্যাহত হয় যান চলাচল। কাঁকসা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ি ও বাইকটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।