নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শুক্রবার ১৪,মার্চ :: পশ্চিম বর্ধমানের কাঁকসা হাটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। রবীন্দ্র সংগীতের সাথে নৃত্যের তালে এই শোভাযাত্রায় সামিল হয় বিদ্যালয়ের পড়ুয়ারা ও শিক্ষক শিক্ষিকারা।
এছাড়াও এদিন বসন্ত উৎসব উপলক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে এই শোভাযাত্রায় যোগ দেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা সহ বিশিষ্ট জনেরা।এদিন এই শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বেরিয়ে কাঁকসা হাটতলা, রথতলা মনসাতলা ঘুরে বিদ্যালয়ে শোভাযাত্রা শেষ হয়।