নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শুক্রবার ১৭,জানুয়ারি :: কাঁকসার গোপালপুরের নাকড়াকোঁন্দা এলাকায় ঢুকে পড়ল দুটি বুনো হাতি। ব্যাপক আতঙ্ক এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার দিক থেকে দামোদর পেরিয়ে হাতি দুটি এসেছে।
সম্ভবত বিরুডিহা হয়ে ঢুকেছে তারা। খবর পেয়ে ভোর থেকে তৎপর হয়ে উঠেছেন বন দফতরের কর্মীরা। গ্রামে বন দফতরের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। হাতি দেখলে সঙ্গে সঙ্গে বন দফতরকে জানাতে বলা হচ্ছে। হাতিদের উত্ত্যক্ত করতে বারণ করা হচ্ছে। জঙ্গলে যেতে এখন নিষেধ করছে বন দফতর