কাঁকসার পানাগড় বাজারে তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: রবিবার ২১,এপ্রিল :: তীব্র গরমে নাজেহাল দক্ষিণ বঙ্গের মানুষ। প্রতিদিনই চড়ছে তাপমাত্রার পারদ।দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি কাঁকসার পানাগড় বাজারে তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই।

শনিবার সকাল ১১টা থেকে লু বইতে শুরু করে।যার জেরে পানাগড় বাজারে রাস্তায় যেমন গাড়ি ঘোড়ার সংখ্যা কম তেমনই আবার গ্রামের রাস্তা প্রায় শুনশান।প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হোচ্ছে না।ছাতা ও মুখে কাপড় বেঁধে তবেই সকলে বাড়ির বাইরে বের হতে দেখা যাচ্ছে।

অন্যদিকে রাস্তায় গরমের জেরে রাস্তায় বাস চলাচল করলেও বাসে যাত্রী না থাকায় খালি বাস নিয়েই বাস নিয়ে চলাচল করছেন বাস চালকরা। বাসের চালকরা জানিয়েছেন,অত্যাধিক গরমের কারণে বাসে যাত্রী নেই।যাত্রী ছাড়াই তাদের নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

গরম থেকে বাঁচতে অনেকেই ঠান্ডা পানীয়,আখের রস,ছাতুর শরবত পান করছেন। শনিবার সকাল থেকে এমনই ছবি ধরা পড়লো পানাগড় বাজারের বিভিন্ন রাস্তায়।

পানাগড়ের বাসিন্দা প্রসূন ব্যানার্জি জানিয়েছেন প্রতি বছর পানাগড় বাজারে অতিরিক্ত গরম পরে আবার চরম ঠাণ্ডাও অনুভূত হয়।তার কারণ পানাগড়ের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে।তার সাথে একদিকে দামোদর অন্যদিকে অজয় নদ রয়েছে।

তার সাথে জঙ্গলে ঘেরা এলাকা। ভৌগোলিক অবস্থানের কারণে এখানে যেমন দিনের বেলায় গরম পরে তেমন সূর্যাস্তের পর দ্রুত ঠান্ডা হয়ে যায় এলাকা।আবার শীতের মরশুমেও গ্যাংটক কে টেক্কা দেয় পানাগড়। গতকাল ৪৪ডিগ্রির কাছে থাকলেও শনিবার সেটা প্রায় ৪৫ এর কাছে অনুভব হয় বলে তার দাবি। তিনি বলেন যেভাবে গরম পড়ছে তাতে এবার পানাগড় বাজারের গরম ৫০ অতিক্রম করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + twelve =