নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শনিবার ২৩,মার্চ :: ভারতীয় জনতা পার্টির গলসি ৬নম্বর মন্ডলের পক্ষ থেকে আজ দুপুরে কাঁকসা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেন বিজেপির কর্মী সমর্থকেরা। মূলত তিনটি দাবি নিয়ে এদিন ডেপুটেশন জমা দেন তারা।
এদিন বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা, প্রশান্ত রায়, পরিতোষ বিশ্বাস, পঞ্চায়েত সদস্য পঙ্কজ জয়সওয়াল, কালীচরণ সাউ, টিটু শর্মা সহ অন্যান্যরা।
এদিন বিজেপির এই ডেপুটেশন কে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই কাঁকসা গ্রাম পঞ্চায়েতে আগে থেকেই মোতায়েন ছিল কাঁকসা থানার পুলিশ।ডেপুটেশন কর্মসূচির শেষে বিজেপির বর্ধমান সদরের জেলা সহ-সভাপতি রমন শর্মা জানিয়েছেন, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত এলাকাগুলি রয়েছে। সেই সমস্ত এলাকায় নিকাশী-নালা সাফাই না হওয়ার কারণে সমস্যায় পড়তে হয়েছে এলাকার মানুষকে।
দ্রুত নিকাশী নালা সাফাই করার বিষয়ে তারা কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে লিখিতভাবে স্মারকলিপি জমা দিয়েছেন। পাশাপাশি কাঁকসা গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েত হিসাবে স্বীকৃতি পেলেও এখনো বহু বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা নেই। সেই বিষয়ে যাতে সমস্ত বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা হয় তার আবেদন জানানো হয়েছে।