কাঁকসা থানার পক্ষ থেকে তাদের জানানো হয়েছিল নির্বাচনের বিধি-নিষেধের জন্য এলাকার সমস্ত লাইসেন্স প্রাপ্ত বন্দুক জমা নেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ১৫,জুন :: সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেই কারণে কাঁকসা ব্লকের যে সমস্ত বাসিন্দাদের কাছে লাইসেন্স প্রাপ্ত বন্দুক রয়েছে। সেই সমস্ত লাইসেন্স প্রাপ্ত বন্দুক জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হল কাঁকসায়।

বৃহস্পতিবার সকাল থেকেই কাঁকসা থানায় নিজেদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক জমা করেন কাঁকসার বিভিন্ন প্রান্তের বাসিন্দারা।

কাঁকসার বাসিন্দারা জানিয়েছেন কাঁকসা থানার পক্ষ থেকে তাদের জানানো হয়েছিল নির্বাচনের বিধি-নিষেধের জন্য এলাকার সমস্ত লাইসেন্স প্রাপ্ত বন্দুক জমা নেওয়া হবে। প্রশাসনের নির্দেশ মেনে তাই তারাও তাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক কাঁকসা থানায় জমা করেছেন।

প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তারা জানিয়েছেন প্রশাসনের এই উদ্যোগে এলাকায় শান্তির পরিবেশ বজায় থাকবে। প্রশাসনকেও তারা সহযোগিতা করেছেন।কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে জানা গেছে বৃহস্পতিবার প্রায় ৬০ জন তাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক জমা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =