নিজস্ব সংবাদদাতা ::সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার ১৬,এপ্রিল :: কাঁকসা রথ তলা হনুমান মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো।
মন্দির প্রতিষ্ঠার এবছর চতুর্থ বছরে পদার্পন করলো। বাৎসরিক পুজো উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণ থেকে কলস নিয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা কাঁকসা রথ তলা হাটতলা,মনসা তলা ঘুরে মন্দির প্রাঙ্গনে শেষ হয়।
সকাল থেকেই শুরু হয় পুজো অর্চনা।পুজোর শেষে শুরু হয় ভোগ বিতরণ। প্রতি বছরের মত এবছরও হনুমান মন্দিরের বাৎসরিক পুজো উপলক্ষ্যে কাঁকসা সহ আশেপাসের এলাকা থেকে ভক্তরা ভিড় জমান মন্দির প্রাঙ্গনে। স্থানীয়রা জানিয়েছেন এলাকায় কোনো হনুমান মন্দির ছিলো না ।
রথ তলায় রয়েছে বহু প্রাচীন কংকেশ্বরী দুর্গা মন্দির। মন্দিরে আসা ভক্তদের আবেদনে গত ৪বছর আগে শুরু হয় মন্দির নির্মাণের কাজ। অনেকে আসেন পরিবারের মঙ্গল কামনা নিয়ে।