নিজস্ব সংবাদদাত :: সংবাদ প্রবাহ :: কাঁচরাপাড়া :: বুধবার ১০,সেপ্টেম্বর :: উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পারিবারিক অশান্তির জেরে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, স্ত্রীকে খুন করে নিজের ছোটো সন্তানকে নিয়ে পালাল এক ব্যক্তি।ঘটনা ঘটেছে কাঁচরাপাড়া ২২ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীতে। জানা গেছে, রবিবার দুপুরে স্ত্রী অঙ্কিতা বর্মন (২৫) কে নৃশংসভাবে খুন করে স্বামী কৌশিক মণ্ডল (২৮)। এরপরই সন্তানকে নিয়ে পালিয়ে যায় সে।
ঘটনার তদন্তে নেমে বীজপুর থানার পুলিশ এদিন রাতেই হুগলির পান্ডুয়া থেকে অভিযুক্ত কৌশিককে গ্রেপ্তার করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয়রা এমন নির্মম ঘটনার কঠোর শাস্তির দাবি তুলেছেন।