নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: শুক্রবার ২৪,অক্টোবর :: ভাটপাড়া পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা এলাকায় এক ঔষধ ব্যবসায়ীর বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে সোনা রূপোর গহনা নিয়ে চম্পট দিলে চোর। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে ওষুধ ব্যবসায়ী প্রদীপ ঘোষ ও তার পরিবার ভাইফোঁটা অনুষ্ঠানে গিয়েছিল।
রাতে নৈহাটিতে ঠাকুর দেখে আজ সকালে বাড়ি ফিরে দেখে আলমারি থেকে সমস্ত সোনা রূপোর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোর।
এছাড়াও রান্নাঘর থেকে মাছের ঝোল ভাতও খেয়েছে চোর। এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।

