নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: রবিবার ৩০,মার্চ :: কাঁথি অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভলাপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটি’র ভোট ঘিরে তৃনমূল ও বিজেপি কর্মীদের উওেজনা। শনিবার সকাল ৯ টা নাগাদ কাঁথি অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভলাপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটি’র ভোট প্রক্রিয়া শুরু হয়।
সকাল ১০ টার পর তৃণমূল ও বিজেপি সমর্থিত কর্মীদের বচসা শুরু হয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি। অগ্নিগর্ভ হওয়ার আগে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল ও বিজেপি কর্মীর সমর্থকদের হটিয়ে দেয় পুলিশ।
জানাগেছে, শনিবার কাঁথি অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভলাপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটি’র ভোট শুরু হয়। কাঁথি শহরে জাতীয় বিদ্যালয়ে ভোট দিতে যান। বিদ্যালয়ের সংলগ্ন তৃণমূল ও বিজেপি’র অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে।
তৃণমূল ক্যাম্পে এসে কাঁথি পুরসভা ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ( বিজেপি ) তাপস দলাই সহ বিজেপি নেতৃত্বরা ভোটারদের বাধা দেন ও তৃণমূলের যুব সভাপতি ( কাঁথি শহর) সুরজিৎ নায়ক সহ তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ।
তৃণমূল কর্মী সমর্থক তার প্রতিবাদ করেন। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। যদিও বিজেপি অভিযোগ, তৃণমূল নেতৃত্বরা ভোটারদের প্লিপ ও আইকার্ড কেড়ে নিচ্ছে। কাঁথি থানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন রয়েছে।
বিজেপি নেতৃত্বদের অভিযোগ, কাঁথি পুরসভা পুরপ্রধান সুপ্রকাশ গিরি সামনে দাঁড়িয়ে থেকেই ভোট লুট করার জন্য হামলা চালিয়েছেন। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি।
তাঁর দাবি ” চোরের মা বড় গলা। জনগন নেই, জনসমর্থন নেই। পিঠ বাঁচানোর জন্যই শুভেন্দুবাবুর মান সম্মান বাঁচাতে হবে। তার অনুগামীরা এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে। মানুষ সুষ্ঠু ভাবে ভোট দিচ্ছে “।