নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: কাঁথি দিঘা সুজালপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় হাত ও পা বাঁধা অবস্থায় অচৈতন্য এক ব্যক্তির দেহ উদ্ধার হল। মঙ্গলবার সকালে ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনার জানাজানি হতেই এলাকার কয়েক’শ বাসিন্দারা ভীড় জমায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ওই ব্যক্তিকে উদ্ধার করে মাজনা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে চিকিৎসক কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কাঁথি থানার পুলিশ।যদিও এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় উদ্ধার করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ওই ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে একাধিক রক্তের দাগ রয়েছে। বেধড়ক মারধর করে ফেলে দিয়েছে দুষ্কৃতকারীরা।
কাঁথি ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন বলেন ” কে বা কারা হাত-পা বেঁধে ফেলে দিয়ে গেছে। ওই ব্যক্তির সব রকমের চিকিৎসার ব্যবস্থা করেছি। পুলিশকে প্রয়োজনীয় দোষীকে চিহ্নিত করে শাস্তির জন্য দাবি জানিয়েছি “।