কাঁথি পুরসভার সারদা ফাইল লোপাট মামলার গ্রেফতার ফের পুলিশ হেফাজত অধিকারী ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান, তদন্তে পুলিশ ।

নিজস্ব সংবাদদাতা :: পূর্ব মেদিনীপুর :: কাঁথি :: সংবাদ প্রবাহ ::  অধিকারী ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ার দিলিপ চৌহান দুর্নীতির মামলায় ফের পুলিশ হেফাজতে হল। এবার পথবাতি প্রকল্পে নয় সারদার নথি গায়েব করার অভিযোগে পুনরায় পুলিশ হেফাজত হল পুরসভার প্রাক্তন অধিকারী ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান৷ কাঁথি পুরসভা থেকে সারদার নথি চুরির ঘটনায় নড়েচড়ে বসলো পুলিশ প্রশাসন৷

নথি চুরি ও পাচার করে দেওয়ার অভিযোগে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে পুনরায় হেফাজতে নিল কাঁথি থানার পুলিশ। বৃহস্পতিবার কাঁথি পুনরায় হেফাজতে চেয়ে আপিল করে কাঁথি থানার পুলিশ আধিকারিক। কাঁথি আদালতের বিচারক তদন্তের স্বার্থে অধিকারী ঘনিষ্ঠ পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে ৪ নিজেদের হেফাজতে নেয় কাঁথি থানার পুলিশ। সারদা নথি গায়েব হয়ে যাওয়ায় রীতিমতো তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ আধিকারিকরা৷

সারদা নথি গায়েব হয়ে যাওয়ায় কাঁথি থানায় মামলা রুজু করেন বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন ” তদন্তের স্বার্থে অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷ অভিযুক্তকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তল্লাশি চালানো হবে। যদিও তদন্তের কারণে বেশি কিছু তথ্য জানাতে রাজি হননি তিনি “।

বস্তুত, দীর্ঘদিন ধরে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ ছিল কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান। একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। এরপর পুরসভা থেকে ইঞ্জিনিয়ারকে বদলি করে দেওয়া হয়। পুরসভা পথবাতি প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে পুরসভার ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ।

কাঁথি থানার পুলিশ হেফাজতের পর পুনরায় জেল হেফাজতের নির্দেশ দেন কাঁথি আদালতের বিচারক। জেল হেফাজতের পর পুনরায় সারদার নথি ফাইল গায়ের অভিযোগে দিলীপ চৌহানকে হেফাজতে নেয়। প্রসঙ্গত, সাম্প্রতিক কয়েকদিন আগে সারদার কর্তা সুদীপ্ত সেন কাঁথি পুরসভার বিল্ডিং নির্মাণ নিয়ে সৌমেন্দু অধিকারীর টাকা দিয়েছিল বলে মিডিয়ার কাছে বিস্ফোরক স্বীকারোক্তি দেন৷ এরপর কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *