কাঁথি রামনগরের ডুমুরিয়া রথের মেলায় খাদ্যে বিষক্রিয়ার জন্য অনেকে অসুস্থ হয়ে পড়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :; কাঁথি :: বুধবার ১৭,জুলাই :: রামনগরের ডুমুরিয়া রথের মেলায় খাদ্যে বিষক্রিয়ার জন্য অনেকে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের এবং তাদের পরিবার পরিজনদের দাবি, রথের মেলার মোমো খেয়ে খাদ্যে বিষক্রিয়া হয়েছে।

অসুস্থরা বমি, পেটব্যথা, পায়খানা ও জ্বরের উপসর্গ নিয়ে কাঁথি মহকুমা হাসপাতাল, বালিসাই বড়রাংকুয়া হাসপাতাল এবং মাজনা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

রামনগরের বাসরামপুরের বাসিন্দা জয়শ্রী বেরা এবং তাঁর পরিবারের আরও পাঁচজন অসুস্থ হয়ে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি আছেন। জয়শ্রীদেবী বলেন, “আমরা সকলেই মেলায় মোমো খেয়েছিলাম। তারপর পেটব্যথা ও বমি শুরু হয়। বাড়ির লোকেরা কাঁথি হাসপাতালে ভর্তি করেছে।”

কাঁথি মহকুমা হাসপাতালের সুপার অরূপ রতন করন বলেন, “ এই ঘটনায় সাতজন মহিলা ও সাতজন পুরুষ মিলে মোট ১৪ জন আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার জন্য এমনটা হয়েছে বলে তাদের চিকিৎসা করা হচ্ছে। ইতিমধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা আপাতত সুস্থ আছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 17 =