নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: সোমবার সকালে কাঁথি শহরের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইলো বাসিন্দারা। আটকে পড়ে বাড়ির বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির একাধিক অংশে ছড়িয়ে পড়ে। ঘটনা খবর পেয়ে ছুঁটে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে ছুটে আসে কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল কুমার মান্না,এগরা বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার মাইতি সহ কাঁথি পুরসভা একাধিক কাউন্সিলর। যদিও বিধ্বংসী অগ্নিকাণ্ডে দেখা যায়নি স্থানীয় কাউন্সিলর তথা দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস।
সূএের খবর, সোমবার সকাল ১০ টা নাগাদ কাঁথি পুরসভা ১০ নং ওয়ার্ডে বাসিন্দা অনুপ কুমার শীঠ এর বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। তিনতলায় আগুন লাগলেও নিচে থাকা একাধিক দোকানে কোন ক্ষতিগ্রস্ত হয়নি। প্রায় দু ঘন্টা ধরে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
বিদ্যুতের শট সার্কিট থেকে এমনই অগ্নিকাণ্ড বলে জানাগেছে। বাড়ির দরজার কাজ ভেঙে দমকলের আধিকারিকরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আটকে পড়া পরিবারের সদস্যদের উদ্ধার করে। অগ্নিকাণ্ডের ফলে প্রায় ১০ লক্ষ টাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে “।