নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৫,আগস্ট :: কাঁধে চেপেই মন্দিরে পুজো করতে যাচ্ছেন দুই সঙ্গীর সাহায্য নিয়ে পুরোহিত। টানা তিনদিনের বৃষ্টির কারনে পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের ঐতিহ্যবাহী রটন্তীকালি মন্দির চত্বর বইছে কুনুই নদীর জল।
মন্দিরের চাতাল ডুবে গেছে। যেকোনো সময় হঠাৎ জল ঢুকে যেতে পারে মন্দিরের গর্ভগৃহে।আর সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। গলা পর্যন্ত জলে থৈ থৈ মন্দির চত্বর।