সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ৯,এপ্রিল :: চলছে ভরা আইপিএল, জৌলুষ ভরা মঞ্চ। এই মঞ্চ থেকে বহু দূরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে প্রথম ম্যাচেই তাক লাগিয়ে দিলেন ভারতের তারকা ব্যাটার।
সেহওয়াগের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে করুন নাইয়ারের টেস্টে ট্রিপল সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে। তবে এই রেকর্ড করবার পরেও সঠিকভাবে ভারতীয় টিমে তার জায়গা হয়নি। টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেছেন। পাশাপাশি অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে, এছাড়া ভারতীয় এ দলের জার্সি পরে ময়দানে নেমেছেন।
আইপিএলে তিনি কিংস ইলেভেন পাঞ্জাব, এরপর দিল্লি, কেকেআর ,রাজস্থান, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনও শিবিরে যোগদান করেছেন। তার প্রতিভা সম্পর্কে কোন দ্বন্দ্ব নেই, বিশাল প্রতিভার অধিকারী তিনি।
তবে এই ৩২ বছর বয়সেই কার্যত জাতীয় স্তরে খেলার থেকে একপ্রকার বাতিলের খাতায় চলে গেছেন। নিজের রাজ্য দল কর্ণাটক ছেড়ে বিদর্ভের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। তিনি যে একেবারে শেষ হয়ে যাননি প্রমাণ দিয়ে চলেছেন। গতবার রঞ্জিত ট্রফিতে নিজের দলকে ফাইনালে তুলবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
রঞ্জিত ট্রফির কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে ফাইনাল দুর্দান্ত খেলেছেন তিনি। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তার রান সংখ্যা যথাক্রমে ৯০ ও ৩৪, সেমিফাইনালে করেছিলেন ৬৩ এবং ৩৮ রান। ফাইনাল ম্যাচে করেছিলেন শূন্য ও ৭৪ রান।
পরপর কয়েকটি হাফ সেঞ্চুরি করবার পর তিনি বুঝিয়ে দেন তিনি লম্বা রেসের ঘোড়া। এবার ইংল্যান্ডের কাউন্ট্রি ক্রিকেটেও নিজের ধারাবাহিকতা বজায় রাখলেন, সাসেক্সের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম ম্যাচেই তিনি অর্ধশতরন করেন।