নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ২৫,এপ্রিল :: কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জবরদস্তি বাড়ি ভাঙার অভিযোগ উঠল চুঁচুড়ায়, ২১ নম্বর ওয়ার্ডের বড় বাজার হোসেনগলির বাসিন্দা সঞ্জয় দাস ।
তিনি জানান তিনি জন্মের পর থেকেই হোসেন গলির ওই বাড়িতে ভাড়া থাকেন, সাথে তার বাবা-মা থাকতেন কিন্তু বাবা মা মারা যাওয়ার পর এখন তিনি একাই থাকেন। তাদের পরিবার প্রায় ৫০ বছর ধরে সেই বাড়িতে ভাড়া রয়েছেন,
সঞ্জয়ের অভিযোগ বাড়ির মালিক যিনি ছিলেন তিনি কোনদিন কিছু বলেননি এখন তার ভাইপো এই বাড়িটি তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছেন।
এবং হঠাৎ করেই ওই এলাকার কাউন্সিলর মিতা চ্যাটার্জির স্বামী ওই বাড়িতে ভাঙতে চলে আসেন, এবং ওই বাড়িতে থাকা একটি বড় অশ্বত্থ গাছও তিনি কাটিয়ে দেন। সঞ্জয় জানেন তিনি একজন ট্রান্সজেন্ডার মা বাবা মারা যাবার পর তিনি একাই থাকেন ওই বাড়িতে।
হঠাৎ করেই বেআইনিভাবে কাউন্সিলরের স্বামী বাড়িতে ভাঙতে চলে আসেন এবং গাছটি কাটিয়ে দেন এবং সঞ্জয়কে বলেন বাড়িতে খালি করে দিতে, অবশেষে তিনি পৌরসভার দ্বারস্থ হন,
আজ সকালে সঞ্জয় পৌরসভায় লিখিত অভিযোগ করেন এবং জানান বেআইনিভাবে বাড়ি ভাঙ্গা ও বাড়ি খালি করানোর বিরুদ্ধে যেন পৌরসভা ব্যবস্থা নেয়,
এ বিষয়ে কাউন্সিলরের স্বামী জানান আমরা বাড়ি ভাঙতে যায়নি বা খালি করাতে যায়নি, ওই বাড়ির উপর একটি অশ্বত্থ গাছ ছিল সেই গাছটি হেলে পড়েছিল । এলাকাবাসীর অনুরোধে সেই গাছটি কাটিয়েছি, এছাড়া বাড়ি ভাঙ্গা ও খালি করানোর কোন কাজের সঙ্গেই আমি যুক্ত নই।