কাওয়াখালীতে পিছিয়ে পড়াদের ফ্ল্যাট নির্মাণ ও হস্তান্তর প্রক্রিয়া

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২০,ফেব্রুয়ারি :: গত ৪০ বছরে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সবচেয়ে বড় এচিভমেন্ট শিলিগুড়ি কাওয়াখালীতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ৪২২টি ফ্ল্যাট নির্মাণ ও হস্তান্তর প্রক্রিয়া। মোট তিন বছর সময়কাল ধরে ফ্ল্যাট গুলো নির্মিত হয়েছে।অন্তত ছয় মাস যাবৎ খবরে কাগজ থেকে শুরু করে সব ব্যবস্থা নিয়ে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে।

স্ক্রীনিং স্কুটিনি হয়ে গেছে । আগামীকাল লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। সকাল ১০ টা থেকে এই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। যাবতীয় কার্যকলাপ পরিদর্শন করতে আসেন এস জে ডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, রঞ্জন শীল শর্মা সহ আরো অনেকেই। ভাগ্যবান বিজয়ীদের পরবর্তীতে ফ্ল্যাট তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রসঙ্গত জানা গেছে আগামীকাল এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন এস জেড এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, মেয়র গৌতম দেব সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। উল্লেখ্য সৌরভ চক্রবর্তী জানান ৪২২টি ফ্ল্যাট রয়েছে, আবেদানকারীর সংখ্যা ১৮০০ উপরে। লটারিতে ভাগ্যবান বিজয়ীরা ফ্ল্যাট গুলি পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =