সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: অমাবস্যার কোটালের জেরে উত্তাল দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী অঞ্চল গুলির নদী ও সমুদ্র জলের তোড়, সঙ্গে ঝোড়ো হাওয়া। কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ডুবে যায় পণ্যবাহী ট্রলার। স্থানীয় সূত্রে খবর, নিম্নচাপের সতর্কবার্তা থাকার জন্য ট্রলারটি কচুবেড়িয়া ট্রলার ঘাটে নোঙর করে রেখেছিল।
হঠাৎ কোটালের জোয়ারের সময় মুড়িগঙ্গা নদীর তীব্র স্রোতের ও ঝড়ো হাওয়ার দাপটে উল্টে যায় ট্রলারটি। আগাম সতর্কবার্তা থাকার কারণে ট্রলারটিতে কোনো চালক ছিলনা। অন্যদিকে, কাকদ্বীপের হারুউ পয়েন্ট কোস্টাল থানার কাছে মুড়িগঙ্গা নদীতে কাজ করার সময় নদীর তীব্র ঢেউয়ের কারণে উল্টে যায় বালি কাটা ড্রেজার।
মূলত গঙ্গাসাগর মেলার আগে মুরিগঙ্গা নদীর নাব্যতা কমে যাওয়ার কারনে ড্রেজার কাজ করছিল । ফেরি চলাচলের ওপর সমস্যা দেখা দিয়েছে। গঙ্গাসাগর মেলার আগে ফেরি চলাচলের ওপর জোর দেয়া জন্য মূলত বেশ কয়েকটি ড্রেজার মুড়িগঙ্গা নদীতে পলি কাটার কাজ করছিল। হঠাৎ সেই সময় ঝড়ো হাওয়া ও তীব্র স্রোতের কারণে উল্টে যায় ড্রেজারটি। হতাহতের কোনো খবর মিলেনি।