কাকদ্বীপের মৎস্যজীবীদের জালে পড়লো ১১৪ পিস তেলে ভোলা মাছ যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকার বেশি

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: দীঘার পর এবার কাকদ্বীপের মৎস্যজীবীদের জালে পড়লো লক্ষাধিক টাকার তেলে ভোলা মাছ। ১১৪ পিস তেলে ভোলা মাছ নগেন্দ্র বাজার আড়তে বিক্রি হয় প্রায় ৬০ লক্ষ টাকার বেশি দামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাকদ্বীপের গিরিবালা ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এরপর সমুদ্রে তাদের জালে ধরা পড়ে ১১৪ পিস তেলে ভোলা মাছ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকার বেশি।

নগেন্দ্রবাজার আড়তে আসে তেলেভোলা মাছ আর এই মাছ দেখতে আড়তে ভিড় জমায় উৎসুক মানুষজন। পাশাপাশি নগেন্দ্র বাজার আড়তের কর্মীরা বলেন, তেলেভোলা মাছের পটকা থেকে জীবনদায়ি ঔষধ তৈরী হয়। তাই মাছের বাজারমূল্য অনেকটা বেশি।

এবছর মৎস্যজীবীদের জালে ইলিশ সেভাবে না পড়লেও জালে তেলে ভোলা পড়ায় যেন ভাগ্যের চাকা ঘুরলো কাকদ্বীপের মৎস্যজীবী তপন গিরির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =