সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শুক্রবার ২৭,সেপ্টেম্বর :: কাকদ্বীপে ট্রলার দূঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন সিপিএম এর বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী। পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি তিনি ন’জন মৎস্যজীবীর পরিবারের হাতে ১০ হাজার টাকা করে চেক তুলে দেন।এছাড়াও এক মাসের রেশন সামগ্রী তুলে দেন তাদের হাতে । পরিবারের শিশুদের পড়াশোনার বিষয়েও সব দিক দিয়ে সাহায্যের আশ্বাসও দিয়েছেন। এবিষয়ে তিনি বলেন, মৎস্যজীবীরা কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য সমুদ্রে মাছ ধরতে যাননা। এই মাছ জেলা , রাজ্য , দেশ তথা বিদেশে রপ্তানি হয়। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা এই দেশে আসে। তাই মৎস্যজীবীদের দায়িত্ব রাজ্য ও কেন্দ্র সরকার উভয়কেই নেওয়া উচিত।